Site icon Jamuna Television

গ্রিক আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডে অভিবাসনপ্রার্থীর সমর্থনে জার্মানিতে সমাবেশ

গ্রিক আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডে রাতারাতি গৃহহীন হয়ে পড়া হাজারো অভিবাসনপ্রার্থীর সমর্থনে জার্মানির দুই শহরে সমাবেশ হয়েছে। রাজধানী বার্লিনের সমাবেশে যোগ দেন দু’হাজারের বেশি মানুষ।

এছাড়া, ফ্রাংফুর্টেও ছিলো কয়েকশ’ মানুষের সমাগম। তারা এ সময়, লেসবস দ্বীপে মাথা গোঁজার ঠাই হারানো ১৩ হাজার আশ্রয়প্রার্থীকে জার্মানি নিয়ে আসার জোরালো আবেদন জানান।

দেশটিতে গৃহহারাদের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে- সেটি বোঝাতে প্রতীকী কয়েকশ’ খালি চেয়ার রাখা হয় সমাবেশে। ইইউ’র আপত্তির মুখেও, অভিবাসন ইস্যুতে বরাবরই উদার অ্যাঙ্গেলা মার্কেল সরকার।

২০১৯ সালেও, ১১ লাখ ৪৬ হাজারের বেশি অভিবাসনপ্রার্থীকে আশ্রয় দেয় জার্মানি।

ইউএইচ/

Exit mobile version