Site icon Jamuna Television

আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ফেডেক্সের কর্মকর্তাসহ ৬ জন আটক

বিশেষ মাদক এমফিটামিনের রুট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা হতো বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ কাজে সহায়তার অভিযোগে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ফেডেক্সের কর্মকর্তাসহ ৬ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সেগুন বাগিচায় সংবাদ সম্মেলনে অধিদফতরের চেয়ারম্যান জানান, গতকাল বিমানবন্দরে বিপুল পরিমাণ এমফিটামিন জব্দ করা হয়। বাংলাদেশে এমফিটামিনের উৎপাদন হয় না।

তিনি বলেন, এটির ঘাটি মিয়ানমারে এবং চীনে বৈধভাবে উৎপাদিত হয়। এই মাদক বাংলাদেশ-হংকং হয়ে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিলো।

ইউএইচ/

Exit mobile version