Site icon Jamuna Television

র‍্যাবের সোর্স হত্যা, জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার

সিসি টিভির ফুটেজ দেখে র‍্যাবের সোর্স কাশেম হত্যায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, জাহাঙ্গীর হোসেন রাতুল, লেগুনা চালক রেজাউল, রুবেল ও রিক্সাচালক মাসুদ ।

দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর এক নারী মাদক ব্যবসায়ী ও তার ছেলে আটক হয়। ওই নারীর সাথে অসম ও অসামাজিক সম্পর্ক ছিল রাতুলের। সে সন্দেহ করে, এর পেছনে র‍্যাবের সোর্স কাশেমের হাত আছে। এর পরেই তাকে হত্যার পরিকল্পনা করে সে। এরই অংশ হিসেবে ৫ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের সামনের সড়কে ধাওয়া করে কাশেমকে ধারালো চাকু দিয়ে উপর্যপুরি আঘাত করে রাতুলের সহযোগী মাসুদ। পথচারীরা সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে কাশেমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় নিহতের স্ত্রী হত্যা মামলা করেন।

Exit mobile version