Site icon Jamuna Television

এনআইডি জালিয়াতি করে জমি বিক্রি, তিন আসামিকে ৩ দিন করে রিমান্ড

কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি বিক্রির ঘটনায় তিন আসামিকে ৩ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। অধিকতর তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তার ৫ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত আজ ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, আলোচিত এই মামলায় এখন পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে। মিলন হোসেন ও মহিবুল ইসলাম স্বীকারুক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তিনজনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত এবং গতকাল আটক আশরাফুজ্জামান সুজনের রিমান্ড আবেদন করা হয়েছে আগামী সপ্তাহে শুনানি হতে পারে বলে জানান এই তদন্ত কর্মকর্তা।

এর আগে মামলার বাদী এম এম এ ওয়াদুদ তার পৈত্রিক সম্পত্তি জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি ক্রয়-বিক্রয়ের অভিযোগে ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০/১২ জনের নামে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

Exit mobile version