Site icon Jamuna Television

নাটোরে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

নাটোরের লালপুরে তুচ্ছ ঘটনায় বড় ভাই দুলাল আলমের ইটের আঘাতে ছোট ভাই মিজান উদ্দিনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাশেমপুর গ্রামে এই ঘটনা ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, কাশেমপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে দুলাল ও মিজানের মধ্যে গাছ থেকে আমড়া পাড়া নিয়ে বাক বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই মিজানকে বড় ভাই দুলাল পেছন থেকে ইট দিয়ে মাথার পেছন অংশে আঘাত করে। এতে সে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরবর্তীতে ক্ষুব্ধ এলাকাবাসী দুলালকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মিজানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং দুলালকে আটক করে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Exit mobile version