Site icon Jamuna Television

২০৪১ সালে উন্নত দেশের কাতারে নাম লেখাবে বাংলাদেশ!

২০৪১ সালে উন্নত দেশের কাতারে নাম লেখাবে বাংলাদেশ। তবে, সেই লক্ষ্য অর্জনে বাধা দিচ্ছে করোনা মহামারি। এরই মধ্যে প্রভাব পড়েছে জিডিপি’র প্রবৃদ্ধি আর লেনদেনের ভারসাম্যে। তবে সঠিক কর্মপরিকল্পনা নিলে নির্ধারিত সময়েই দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ।

বৃহস্পতিবার সকালে, বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১ জন-অবহিতকরণ সভায় রূপকল্পের লক্ষ্য এবং বাস্তবায়ন চ্যালেঞ্জের দিকগুলো সামনে আসে। সভায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, সবকিছু স্বাভাবিক থাকলে নিদিষ্ট সময়েই অভিষ্ট লক্ষ্যে পৌঁছা সম্ভব।

সভায় বলা হয়, ২০৪১ সালে প্রবৃদ্বির হার নির্ধারণ করা হয়েছে ৯ দশমিক ৯ ভাগ। ১ ভাগের নিচে নেমে আসবে চরম দারিদ্র্য আর সার্বিক দারিদ্র্যের হার হবে ৩ ভাগ। সভায়, জিডিপি’র প্রবৃদ্ধি অর্জনে সকলকে সম্পৃক্ত করে এজেন্ডা তৈরিতে তাগিদ দেয়া হয়।

এক্ষেত্রে আর্থিক পরিচালন, মূল্যস্ফীতি বা লেনদেন ভারসাম্যে অসঙ্গতি যাতে তৈরি না করে সেদিকে নজর দিতে হবে। বলা হয়, উন্নত দেশ হলে তখন ৮০ ভাগ মানুষই শহরে বাস করবে।

Exit mobile version