Site icon Jamuna Television

নোয়াখালীতে বাসচাপায় সিএনজি চালকসহ ২ জন নিহত

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ-মাইজদী সড়কের অনন্তপুর টিভি সেন্টারের নিকট বাসচাপায় সিএনজি চালক মহিউদ্দিন ও তার বন্ধু কামাল নিহত হয়েছে।

নিহত মহিউদ্দিন (৪০) নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের মৃত ছালাউদ্দিনের ছেলে এবং কামাল উদ্দিন (৪৫) একই ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত সোয়া ১০টার দিকে সুগন্ধা পরিবহনের একটি বাস সোনাপুর থেকে ফেনী যাচ্ছিল। এসময় বিপরীত দিক বেগমগঞ্জ সিএনজি ফিলিং স্টেশন থেকে একটি সিএনজি গ্যাস ভরে আসার সময় টিভি সেন্টারের নিকট বাসচাপা দেয়। ঘটনাস্থলে সিএনজি চালক মহিউদ্দিন নিহত হয় এবং কামালকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার কথা জানিয়ে বলেন বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

Exit mobile version