Site icon Jamuna Television

রেস্তরাঁয় ক্রেতাদের পাশে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ! (ভিডিও)

রেস্তরাঁয় ক্রেতাদের পাশে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ

রেস্তরাঁয় ক্রেতাদের আকর্ষণ করার জন্য কর্তৃপক্ষ নানান ভাবে জায়গাটাকে সাজান বা বিভিন্ন রকম পন্থা অবলম্বন করেন। কিন্তু ভাইরাল হওয়া এই রেস্তরাঁর ছবি ক্রেতাদের আকর্ষণ করবে কিনা জানা নেই, কারণ এখানে ঘুরে বেড়াতে দেখা গেল এক চিতাবাঘকে। খবর- আনন্দবাজার পত্রিকা।

দক্ষিণ আফ্রিকায় এমপুমালাঙ্গা প্রদেশে সিংগিটা এবনি লজের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, লজের খোলামেলা রেস্তারাঁর এ প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে যাচ্ছে পূর্ণ বয়স্ক একটি পুরুষ চিতাবাঘ। এমন ভাবে হেলতে-দুলতে সে হেঁটে যাচ্ছে, যেন এটি তার স্বাভাবিক বিচরণ ক্ষেত্র।

ভিডিওটি সিংগাটা নামে এক ফেসবুক পেজে আপলোড হয়েছে ৩ সেপ্টেম্বর। রেস্তরাঁয় উপস্থিত এক ক্রেতা চিতাবাঘটিকে দেখতে পেয়েই মোবাইলের ক্যামেরা অন করেন। তাতেই ধরা পড়ে গোটা ঘটনা। সেখানে দেখা যাচ্ছে, এক ক্রেতার খুব কাছ দিয়েই চিতাবাঘটি চলে যাচ্ছে। তবে কাউকে আক্রমণ করা তো দূরের কথা, কারও দিকে ফিরেও তাকায়নি সে।

ভিডিওটি দেখে নেটাগরিকরা বলছেন, ক্রেতারা বেশ ভাগ্যবান, এমন ঘটনার সাক্ষী থাকাতে পারলেন। কেউ আবার এতে বিপদও দেখতে পাচ্ছেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Exit mobile version