Site icon Jamuna Television

কলম্বিয়ায় পুলিশের সাথে সংঘর্ষে নিহত ৭

কলম্বিয়ায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘাতে প্রাণ গেছে কমপক্ষে ৭ জনের। বৃহস্পতিবারের ওই সহিংসতায় আহত হয়েছেন দেড় শতাধিক। বুধবার ঘটনার সূত্রপাত বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।

সেদিন সকালে ৪৬ বছরের আইনজীবী জেভিয়ার হামবার্তো করোনা শিষ্টাচার বা সামাজিক দূরত্ব অমান্য করায় পুলিশের সাথে বিবাদে জড়ায়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য তাকে স্টেনগান দিয়ে বেধড়ক পেটায়। হেফাজতেও নেয়া হয় তাকে।

পরিবারের লোকজন তার জামিনের চেষ্টা করলে হয়রানির শিকার হতে হয় তাদেরও। পরে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই আইনজীবী।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে; পুলিশি নির্যাতন ও হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজধানী বোগোটা। বেশ কয়েকটি পুলিশ স্টেশন ও তাদের গাড়িতে আগুন দেন ক্ষুব্ধ জনতা।

ইউএইচ/

Exit mobile version