Site icon Jamuna Television

করোনার দৈনিক মৃত্যু ও সংক্রমণে নতুন রেকর্ড গড়েছে ভারত

করোনার দৈনিক মৃত্যু ও সংক্রমণে নতুন রেকর্ড গড়েছে ভারত

করোনাভাইরাসে দৈনিক মৃত্যু আর সংক্রমণ শনাক্তে নতুন রেকর্ড গড়েছে ভারত। ২৪ ঘণ্টায় বিশ্বের একমাত্র দেশ হিসাবে নতুন সংক্রমণ শনাক্ত হলো ৯৭ হাজারের কাছাকাছি। দেশটিতে দিনে ১২শ’র বেশি মানুষ মারা গেছেন করোনাভাইরাসে। সবমিলিয়ে মোট প্রাণহানি ৭৬ হাজার ছাঁড়ালো; আক্রান্ত ৪৫ লাখ ৬০ হাজার মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয় ৯৬ হাজার ৭৬০ জনের যা দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড। একই সময়ে ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে যা এখন পর্যন্ত সর্বাধিক।

এখন পর্যন্ত ভারতে মোট করোনা সংক্রমিত হয়েছে ৪৫ লাখ ৫৯ হাজার ৭২৫ জন। মারা গেছেন ৭৬ হাজার ৩০৪ জন।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ২ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছে প্রায় ৯ লাখ ১৪ হাজার। সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৩ লাখ ৩৯ হাজারের বেশি।

Exit mobile version