Site icon Jamuna Television

ইউএনও’র ওপর হামলার ঘটনায় ঘোড়াঘাট থানার ওসি প্রত্যাহার

ছবি: ওসি আমিরুল ইসলাম।

দিনাজপুরে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

তাকে সংযুক্ত করা হয়েছে পুলিশ লাইনসে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার আনোয়ার হোসেন।এদিকে, হত্যা চেষ্টা মামলায় রিমান্ডে থাকা নবীরুল ও সান্টুকে আজ আদালতে হাজির করা হতে পারে।

গত ২ সেপ্টেম্বর রাতে বাসভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা চালানো হয়। গুরুতর অবস্থায় ওয়াহিদাকে ভর্তি করা হয় রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version