Site icon Jamuna Television

১ হাজার চীনা শিক্ষার্থীর ভিসা বাতিল করল আমেরিকা

নিরাপত্তার কারণ দেখিয়ে ১ হাজার চিনা শিক্ষার্থীর ভিসা বাতিল করল আমেরিকা। এরা আমেরিকা থেকে গোপন তথ্য পাচারের চেষ্টা করছে বলে দাবি করা হয়।

এর আগে গত ২৯ মে প্রেসিডেন্ট ট্রাম্প চীনা শিক্ষার্থী এবং গবেষকদের দেশে ঢুকতে দেবেন না বলে ঘোষণা দেয়।

বুধবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান শাদ উলফ জানান, পিএলএ–র সঙ্গে যোগ থাকা শিক্ষার্থীরা যাতে গোপন তথ্য হাতাতে না পারে, তাই এমন পদক্ষেপ।

তবে আরও জানানো হয় ‘‌উচ্চ ঝুঁকিপূর্ণ’‌ শিক্ষার্থী এবং গবেষকদের ভিসা বাতিল করা হয়েছে। যারা বৈধভাবে আমেরিকায় পড়তে এসেছেন, তাদের সমস্যা নেই।

চীন যদিও জুনেই আমেরিকার এমন ঘোষণার বিরোধিতা করেছিল। বর্তমানে আমেরিকায় তিন লক্ষ ৬০ হাজার চীনা শিক্ষার্থী রয়েছে।

Exit mobile version