Site icon Jamuna Television

নিখোঁজের চারদিন পর হাত-পা বাঁধা অবস্থায় নারীর লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি:

পাবনার আটঘরিয়ায় নিখোঁজের চারদিন পর বাড়ির পাশের হলুদ ক্ষেত থেকে এক নারীর হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজন (৪১) উপজেলার একদন্ত ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মুন্না আলীর স্ত্রী।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিক জানান, গত মঙ্গলবার রাত ৮টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় সে। আজ তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে শুক্রবার বেলা ১২টার দিকে হলুদ ক্ষেতে থেকে তার হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশের ধারণা, পূর্ব পরিকল্পিতভাবে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার পর ফেলে রাখা হয়েছে।

Exit mobile version