Site icon Jamuna Television

মৃত্যুতে শূন্যতা, ভালোবেসে বাড়িতেই স্ত্রীর ভাস্কর্য বসালেন স্বামী

দীর্ঘ ৪৮ বছরের সংসার জীবনে হঠাৎ করেই স্ত্রী মারা যায়। সব সময়ের সঙ্গীর ছেড়ে যাওয়া মেনে নিতে পারছিলেন না স্বামী। শেষে বাড়িতেই স্ত্রীর ভাস্কর্য বসালেন ৭৪ বয়সি স্বামী। স্ত্রীর প্রতি অধিক ভালবাসার জেরেই তিনি এমনটা করেছেন বলে জানা যায়। এঘটনা ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাইয়ের মেলা পোন্নাগরমের। জি নিউজ।

জানা যায়, গত ১০ আগস্ট সেতুরমনের স্ত্রীবিয়োগ হয়। প্রতিটা মূহূর্তে স্ত্রী এস পিচাইমণির অভাব বোধ করছিলেন তিনি। তাই স্ত্রীর মৃত্যুর এক মাসের মধ্যে বাড়িতে স্ত্রীর ভাস্কর্য বসালেন। স্ত্রীকে আবার দিন-রাত চোখের সামনে রাখতেই এ ব্যবস্থা। বাড়ির বসার ঘরেই এই ভাস্কর্য রাখা হয়। যাতে ঘরের দরজা খুললেই সেটি চোখে পড়ে।

পেশায় রিয়েল এস্টেট ব্যবসায়ী সেতুরমনের তিন মেয়ে। তাদের প্রত্যেকেরই বিয়ে হয়েছে। ফলে বাড়িতে স্ত্রীর ভাস্কর্যই এখন তার সর্বক্ষণের সঙ্গী।

Exit mobile version