Site icon Jamuna Television

বৈরুত বন্দরে আবারও জোরালো বিস্ফোরণে, হতাহত নেই

বৈরুত বন্দরে একমাস পর ঘটা জোরালো বিস্ফোরণে কোন হতাহত নেই। শুক্রবার ভোরে দেশটির ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয় এ তথ্য। ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেলেও এখনো পুরোপুরি নেভেনি আগুন।

লেবাননের সেনাবাহিনী জানায়, বন্দরের শুল্কমুক্ত এলাকায় জ্বালানি তেল ও টায়ার মজুদের গুদাম থেকে আগুনের সূত্রপাত। তবে, আগুন লাগার কারণ এখনো অস্পষ্ট।

মঙ্গলবারও, বন্দর এলাকায় ছোট্ট অগ্নিকাণ্ড হয়। ধারণা করা হচ্ছে, উদ্ধার তৎপরতা চালানোর সময় বৈদ্যুতিক শট সার্কিট বা আগুনের ফুলকি থেকেই হচ্ছে নতুন দুর্ঘটনা।

গত ৪ আগস্টের বিস্ফোরণে এ বন্দরেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অ্যামোনিয়াম নাইট্রেটের গুদামে ভয়াবহ বিস্ফোরণ প্রাণ কেড়ে নেয় অন্তত ২শ’ মানুষের। আহত ৬ হাজারের বেশি মানুষ।

Exit mobile version