Site icon Jamuna Television

হুমকি উপেক্ষা করে প্রস্তুত রয়েছে তুরস্কের ৩য় তেল-গ্যাস অনুসন্ধানকারী জাহাজ

ইউরোপীয় ইউনিয়ন, গ্রীস ও সাইপ্রাসের অব্যাহত হুমকি উপেক্ষা করে পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য তৈরি আছে তুরস্কের তৃতীয় অনুসন্ধানী জাহান ‘কানুনি’ খবর তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ’র।

বর্তমানে জাহাজটি দক্ষিণ তুরস্কের মেরসিন প্রদেশের সিলিফকে জেলার ন্যাটো বন্দর ইনচেকুমে যাত্রার জন্য প্রস্তুত অবস্থায় রাখা আছে।

৬ষ্ঠ জেনারেশনের এই অনুসন্ধানী জাহাজটি দক্ষিণ কোরিয়ার স্যামসাং’র তৈরি এবং ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্রাজিলে ব্যবহৃত হয়েছে।

অনুসন্ধানকারী জাহাজ কানুনি লম্বায় ৭৪৪ফুট ও প্রস্থে ৪২ মিটার, এর গভীরতা ১২ মিটার।

Exit mobile version