Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে দাবানলে কমপক্ষে ১৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে দাবানলে কমপক্ষে ১৫ জনের মৃত্যু

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ওরেগন, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটনসহ পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি রাজ্য। আগুনে পুড়ে ওরেগনে প্রাণ গেছে কমপক্ষে ১৫ জনের।

এখনও নিখোঁজ রয়েছে অনেকে। আবাসিক এলাকাগুলোতে আগুন ছড়িয়ে পড়ায় নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে অন্তত ৫ লাখ বাসিন্দাকে। পুড়ে ছাই হয়ে গেছে বহু স্থাপনা। ক্যালিফোর্নিয়ায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৫ হাজারের বেশি ফায়ারসার্ভিস কর্মী।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, বেশ কয়েক দিন ধরে শতাধিক স্থানে জ্বলতে থাকা আগুনে পুড়ে গেছে ৪২ লাখ একর এলাকা। ভয়াবহ এই পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবকে দায়ী করছেন পরিবেশবিদরা।

Exit mobile version