Site icon Jamuna Television

ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার শুভ সূচনা

ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার শুভ সূচনা

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ১৯ রানে হারিয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে লিড নিলো সফরকারী অস্ট্রেলিয়া। অজিদের দেয়া ২৯৫ রানের টার্গেট তাড়া করতে ২৭৫ রানে থামে স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ডেভিড ওয়ার্নারকে হারায় অজিরা। ফিঞ্চ, স্টোইনিস আর লেবুশানেরাও আশা জাগিয়ে সফল হয়নি। তবে ৬ষ্ঠ উইকেট জুটিতে মিচেল মার্শ আর ম্যাক্সওয়েল ১২৭ রানের জুটি গড়েন। ৭৩ রানের ইনিংস খেলে মার্শ আর ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ৭৭ রান। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৯৪ রানে থামে অজিদের ইনিংস।

জবাব দিতে নেমে ম্যানচেস্টারের উইকেটে হ্যাজেলউড-জাম্পাদের চ্যালেঞ্জের মুখে পড়েন স্বাগতিকরা। ৫৭ রানের মধ্যেই রয়, রুট, মরগান, বাটলারদের ফিরিয়ে ৪ উইকেটের দল বানিয়ে ফেলে অজিরা।

তবে স্রোতের বিপরীতে জনি বেয়ারেস্টোর ৮৪ আর বিলিংসের আভিষেক সেঞ্চুরির পরও শেষ রক্ষা হয়নি ইংল্যান্ডের। জাম্পা ৪ আর ম্যাচ সেরা হ্যাজেলউড নেন ৩ উইকেট।

Exit mobile version