Site icon Jamuna Television

অনলাইন গেমে বারবার হার, প্রতিশোধ নিতে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন

অনলাইন গেমে বারবার হেরে যাওয়ায় প্রতিশোধ নিতে ১১ বছরের একটি ছেলে ১০ বছরের মেয়েকে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করেছে। এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দৌরের লাসুদিয়া এলাকায়। ছেলেটিকে গ্রেফতার করেছে পুলিশ। এবিপি আনন্দ।

জানা যায়, পঞ্চম শ্রেণির ছাত্রীটি বিকেলে ফুল তোলার জন্য বাড়ির বাইরে গেলে আর ফিরে আসেনি। এরপর বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির কাছেই মেয়েটির মৃতদেহ পাওয়া যায়। পাথর দিয়ে মেয়েটির মাথা থেঁতলে বীভৎসভাবে খুন করা হয়।

পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে খুনি ছেলেটিকে আটক করে। জিজ্ঞাসাবাদে জানায়- ছেলেটি নিহত মেয়েটির সঙ্গে অনলাইনে ফ্রি ফায়ার নামে একটি গেম খেলত প্রায়ই। কিন্তু বারবার খেলেও সে মেয়েটিকে হারাতে পারেনি। আর এই রাগ থেকেই প্রতিশোধ নিতে মেয়েটিকে খুন করে।

টিবিজেড/

Exit mobile version