Site icon Jamuna Television

নাতি-পুত্র সহ নাস্তা খেতে গিয়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধের

নাতির আবদারে হোটেলে নাস্তা খেতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দাদা সাবেক পুলিশ সদস্য সুলতান মিয়া। এ ঘটনায় সুলতান মিয়ার নাতি ও পুত্র গুরুতর আহত হয়েছে।

পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে নাতি সোয়াদের আবদারে বাড়ি থেকে বের হয়ে ছেলে রনিসহ নজিরের হাটে মোটরসাইকেল যোগে রওনা দেন দাদা সুলতান মিয়া। নজিরেরহাটে উঠা মাত্রই বালুর ট্রলিরসাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুলতান মিয়া মারা যান। গুরুতর আহত অবস্থায় সোয়াদ ও রনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Exit mobile version