Site icon Jamuna Television

পয়লা অক্টোবর থেকে ঝুলন্ত তার থাকবে না: আতিক

ফাইল ছবি

পয়লা অক্টোবর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে কোন ঝুলন্ত তারের জঞ্জাল থাকবে না। ওইদিন থেকেই ঝুলে থাকা তার কাটা শুরু হবে। তার আগেই এসব তার সরানোর নির্দেশ দিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। দুপুরে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কের উদ্বোধন কালে এমন নির্দেশনার কথা বলেন তিনি।

নয় একর জমির উপর নির্মিত পার্কটি রাজধানীর অন্যতম আধুনিক পার্ক হবে বলে জানান মেয়র। এ সময় তিনি আরও বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজধানীর অবৈধ বিলবোর্ড, ফেস্টুন ও ব্যানার উচ্ছেদ অভিযান চলবে। যত বড় ক্ষমতাধারী আসুক না কেন, এ কাজে কেউ বাঁধা দিতে পারবে না।

বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক উদ্বোধনকালে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার ও ভারতীয় দূতাবাসের হাই কমিশনার রিভা গাঙ্গুলি উপস্থিত ছিলেন।

Exit mobile version