Site icon Jamuna Television

গাজীপুরের কোনাবাড়ীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

dav

গাজীপুরের কোনাবাড়ীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজু আহম্মেদ (২২) বরিশালের বানারীপাড়া থানার বড় করফাকর গ্রামের কাঞ্চন খানের ছেলে। সে বাবা-মায়ের সাথে ভাড়া বাসায় থাকতেন।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক আজিবর হোসেন জানান, আজ সকালে এরশারনগর হাউজিং এ সুজয় চন্দ্রশীলের বাড়ির বারান্দার আরার সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় রাজু আহম্মেদের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।

Exit mobile version