Site icon Jamuna Television

রোহিঙ্গারা মিয়ানমারকে বিশ্বাস করে না বলেই ফিরতে চায় না: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গারা ফিরে না গেলে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সকালে আসিয়ান রিজিওনাল ফোরামে যোগ দিয়ে তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমার সরকারকে বিশ্বাস করে না বলেই ফিরতে চায় না।

মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সঙ্গে তিনটি চুক্তি সই হয়েছে। মিয়ানমার বলেছে, রোহিঙ্গাদের জন্য সেখানে অনকূল পরিবেশ তৈরি করবে। তবে সেখানে অনুকূল পরিবেশ তৈরি না হওয়ায় একজন রোহিঙ্গাও ফেরত যাননি।

রোহিঙ্গাদের নিরাপদে ফেরানোর লক্ষ্যে রাখাইনে আসিয়ান, রাশিয়া, চীন, ভারতসহ অন্য যেকোনো বন্ধু দেশকে পছন্দমতো মিয়ানমার বেসামরিক পর্যবেক্ষক নিয়োগ করতে পারে। আসিয়ান রিজিওনাল ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করেন ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফাম বিন মিনহ।

Exit mobile version