Site icon Jamuna Television

বড়শি দিয়ে মিনিটে ২টি করে মাছ ধরে বিশ্ব রেকর্ড

বড়শি দিয়ে মিনিটে প্রায় দুটি করে মাছ ধরার বিশ্ব রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনিয় প্রদেশের জেফ কলোডিজনস্কি। টানা ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৪৫টি মাছ ধরে তিনি এই রেকর্ড করেন।

জেফ কলোডিজনস্কি আগের ২০১৯ সালের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি ভেঙে ফেলেন। সেই রেকর্ডে ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭২টি মাছ ধরা হয়েছিল।

তিনি গত বুধবার সকাল ৯টা থেকে বৃহষ্পতিবার সকাল ৯ টা পর্যন্ত ২ হাজার ৬৪৫টি মাছ ধরে রেকর্ডটি করেন। তবে এই রেকর্ড করার পিছনে তার উদ্দেশ্য ছিল চ্যারিটি ফাউন্ডেশনের জন্য টাকা উত্তোলন করা।

Exit mobile version