Site icon Jamuna Television

পাঁচ বাংলাদেশিসহ ৬ জনকে খুঁজছে মালয়েশিয়া ইমিগ্রেশন

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় অভিবাসন আইন ভঙ্গের দায়ে পাঁচ বাংলাদেশিসহ ৬ জনের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এর মধ্যে এক মালয়েশিয়ান নাগরিকও রয়েছেন।

এ ৬ জনকে খুঁজতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এদের ছবি প্রকাশ করে খোঁজ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়াও মালয়েশিয়ার ইমিগ্রেশনের অফিসিয়াল পেজে সাধারণ জনগণের সহযোগিতা চেয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিভাগ।

পাঁচ বাংলাদেশি হলেন, আরিফুল হক সায়েম (৩১) সোহেল শেখ (৩৮), সুমাইয়া আকতার কনিকা (৩১), মোহাম্মদ লোকমান (২৭) ও মোহাম্মদ রাসেল হোসেন (২৪)।

মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর আওতায় মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের অধীনে বেশ কয়েকটি মামলার বিচারের উদ্দেশে এদের সন্ধান দিতে জনসাধারণের কাছে সহায়তা চেয়েছে কর্তৃপক্ষ।

উল্লিখিত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অভিবাসন কর্তৃপক্ষকে অফিস চলাকালে ফোন দিয়ে জানাতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version