Site icon Jamuna Television

ঝিনাইদহে বিপ্লবী বাঘা যতীনের ১০৫তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা বিপ্লবী বাঘা যতীনের ১০৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকেলে তার পৈতৃকভিটা হরিণাকুন্ডু উপজেলার রিশখালী গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করে বিপ্লবী বাঘা যতীন একাডেমি।

আয়োজনে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দারসহ নানা শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন।

বক্তারা, বিট্রিশবিরোধী আন্দোলনে বাঘা যতীনের অবদান ও জীবন দর্শনের নানা দিক নিয়ে আলোচনা করেন। এর আগে বিপ্লবী বাঘা যতীন একাডেমির ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করা হয়।

Exit mobile version