Site icon Jamuna Television

সেনাবাহিনীর সমালোচনা করায় পাকিস্তানে সাংবাদিক গ্রেফতার

পাকিস্তানে সেনাবাহিনীকে অবমাননার অভিযোগে এক সাংবাদিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বিলাল ফারুকি নাকে ওই সাংবাদিক দেশটির জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনে কর্মরত।

সাংবাদিক বিলাল ফারুকি বরাবরই পাকিস্তানের সেনাবাহিনী, সরকার এবং ধর্মীয় চরমপন্থী দলের সমালোচনা করে এসেছেন। গ্রেফতারের কয়েক ঘণ্টা পর শনিবার সকালে তাকে আবার ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে ডন।

পাকিস্তানে অনলাইনে ধর্ম, দেশ, আদালত এবং সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করলে গ্রেফতার হতে হয় এবং বিচারের মুখোমুখি হতে হয়।

শুক্রবার পাকিস্তান পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে অবমাননাকর পোস্ট দেয়া এবং ধর্মীয় বিদ্বেষ ছাড়ানোর অভিযোগে বিলালকে গ্রেফতার করা হয়েছে।

দেশটিতে গত কয়েক মাসে সরকার ও দেশটির প্রভাবশালী সেনাবাহিনীর সমালোচনা করায় কয়েকজন সাংবাদিককে গ্রেফতার হতে হয়েছে।

পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর আরেক সমালোচক সাংবাদিক মতিউল্লাহ জানকে গত জুলাইয়ে অজ্ঞাত ব্যক্তিরা ধরে নিয়ে যায়। তার নিখোঁজ হওয়া নিয়ে সাংবাদিক ও সমাজকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ এবং সমালোচনা শুরু করলে কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দেয়া হয়।

ইউএইচ/

Exit mobile version