Site icon Jamuna Television

দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে ডেপুটি ফোর্স কমান্ডার মাঈন উল্লাহ চৌধুরী

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ডেপুটি ফোর্স কমান্ডার নির্বাচিত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ প্রথম সারির দেশ হলেও কোনো মিশনে নেতৃস্থানীয় পর্যায়ে বাংলাদেশের উপস্থিতি তেমন ছিলো না। তবে মো. মাঈন উল্লাহ চৌধুরী ডেপুটি ফোর্স কমান্ডার নির্বাচিত হওয়ায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আরেকটি বড় ধরনের সম্মানের অধিকারী হলো বাংলাদেশ।

ইউএইচ/

Exit mobile version