Site icon Jamuna Television

ইউএনও ওয়াহিদা খানমের বাবা চিকিৎসার জন্য ঢাকায়

ইউএনও ওয়াহিদা খানমের বাবা উন্নত চিকিৎসার জন্য ঢাকায়

দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের বাবা ওমর আলী শেখকে উন্নত চিকিৎসার জন্য নিউরো সায়েন্সেস হাতপাতালে ভর্তি করা হয়েছে। সকাল ৯টার দিকে ঢাকায় আনা হয় তাকে। পরে ভর্তি করা হয় নিউরো সায়েন্সেস হাসপাতালে।

এসময় ওয়াহিদা খানমের মা জানান, তার স্বামীর শারীরিক অবস্থা ভালো। তবে চিকিৎসকরা জানিয়েছেন, ঘাড়ের রগে কিছুটা সমস্যা আছে; তাই অপারেশন করতে হবে। চিকিৎসা হলে ধীরে ধীরে ওমর আলী ভালো হয়ে যাবেন বলে আশাবাদী চিকিৎসকরা।

মেয়ে ওয়াহিদা খানমের সাথে ফোনে কথা হয়েছে বলে জানিয়েছেন তার মা। এছাড়া তার মা আরও বলেন, ওয়াহিদা খানমের শারীরিক অবস্থারও উন্নতি হচ্ছে।

Exit mobile version