Site icon Jamuna Television

দক্ষিণ সিটির অযান্ত্রিক যানবাহন নিবন্ধনের আওতায় আসবে: তাপস

দক্ষিণ সিটির অযান্ত্রিক যানবাহন নিবন্ধনের আওতায় আসবে: তাপস

ঢাকা দক্ষিণ সিটিতে অযান্ত্রিক যানবাহন নিবন্ধনের জন্য ২৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে নগর ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মেয়র বলেন, ৩০ বছর পর এই আবেদন গ্রহণ করা হচ্ছে। যারা নিবন্ধনের আওতায় আসবেন কেবল তারাই সুনির্দিষ্ট সড়কে যান চালাতে পারবেন। নিবন্ধিত অযান্ত্রিক যানবাহন ছাড়া অন্যগুলো নগরে চলতে দেয়া হবে না বলে জানান মেয়র তাপস।

দূরত্ব অনুযায়ী রিকশা ভাড়া নির্ধারণ করে দেয়া হবে বলেও জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র। তিনি বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

এছাড়া বাসা বাড়ি থেকে ১০০ টাকা মাসিক চাঁদার বিনিময়ে ময়লা সংগ্রহের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

Exit mobile version