Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে দাবানলে মৃত্যু বেড়ে ২৮

যুক্তরাষ্ট্রে দাবানলে মৃত্যু বেড়ে ২৮

প্রায় ১ মাস ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় অঞ্চল। সবচে ক্ষতিগ্রস্ত ওরেগন, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনে প্রাণ গেছে কমপক্ষে ২৮ জনের।

স্থানীয়রা বলছে, দ্রুত গতীতে ছড়িয়ে পড়ছে আগুন। কয়েক ঘণ্টার ব্যবধানে বাড়িঘর সব ছাই হয়ে গেছে। ওরেগন রাজ্যে পুড়ে গেছে প্রায় চার হাজার বর্গ কিলোমিটার এলাকা। তিন রাজ্যে আগুন জ্বলছে ছোট-বড় প্রায় অর্ধশত জায়গায়। ধোঁয়ায় আচ্ছন্ন গোটা অঞ্চল।

তথ্য বলছে, এই মুহূর্তে বিশ্বের মধ্যে ওরেগন অঞ্চলের বাতাসে দূষণের পরিমাণ সবচেয়ে বেশি। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে রাসায়নিক দ্রব্য। পাশাপাশি ফায়ারসর্ভিস কর্মীরা কাজ করলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের কোন সম্ভাবনা দেখছেন না তারা।

সোমবার ক্যালিফোর্নিয়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন মার্কিন প্রেসিডেন্ট।

Exit mobile version