Site icon Jamuna Television

অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি আসনেই বসবে যাত্রী

অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি আসনেই বসবে যাত্রী

করোনার প্রাদুর্ভাব রোধে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় আসন সংরক্ষণের বাধ্যবাধকতা আর থাকছে না। এখন থেকে প্রতি আসনেই যাত্রী পরিবহন করতে পারবে এয়ারলাইন্সগুলো।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, পেছনের সারির চারটি আসন খালি রেখে সব আসনেই যাত্রী নিতে পারবে এয়ারলাইনসগুলো। যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকেই মাস্ক ও গ্লাভস পরতে হবে। টার্মিনালে প্রবেশের পর যাত্রীরা যে এয়ারলাইনসে যাবেন, তারাও নতুন গ্লাভস ও মাস্ক সরবরাহ করবে।

বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা পাশাপাশি প্রত্যেক যাত্রীকে স্বাস্থ্যবিষয়ক একটি ফরম পূরণ করতে হবে। দূরের ফ্লাইটে খাবার দেয়া হতে পারে।

করোনাভাইরাসের কারণে কয়েক মাস বন্ধের পর গত জুন থেকে চালু হয় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট। প্রতি ফ্লাইটেই ফাঁকা রাখতে হতো ২৫ শতাংশ আসন।

Exit mobile version