Site icon Jamuna Television

বিএসএফ প্রতিনিধিদল না আসায় শেষ মুহূর্তে পেছালো সীমান্ত সম্মেলন

বিমানে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় বাংলাদেশে আসতে পারেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রতিনিধি দল। এতে শেষ মুহূর্তে পিছিয়ে গেছে ঢাকায় রবিবার অনুষ্ঠেয় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক (ডিজি) পর্যায়ের সম্মেলন। রবিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

এতে বলা হয়, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা টু নয়াদিল্লি এবং কলকাতা টু ঢাকা সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার প্রেক্ষিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে যোগদানের জন্য বিএসএফ প্রতিনিধিদলের তাদের নিজস্ব বিমানে ঢাকায় আসার সিদ্ধান্ত ছিল। কিন্তু চূড়ান্ত সময়ে বিএসএফের বিমানের কারিগরি সমস্যার কারণে তাদের প্রতিনিধিদল রবিবার ঢাকায় আসতে পারছেন না।

এই পরিপ্রেক্ষিতে পূর্বনির্ধারিত সময়সূচি (১৩-১৮ সেপ্টেম্বর) অনুযায়ী আজ থেকে সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা যাচ্ছে না। পরিবর্তিত সময়সূচি অদ্যাবধি নিশ্চিত করা যায়নি বলেও এতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, পিলখানায় বিজিবির সদরদপ্তরে অনুষ্ঠানে নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এম শাফিনুল ইসলাম এবং বিএসএফের নতুন মহাপরিচালক রাকেশ আস্থানার। এতে সীমান্ত হত্যাসহ, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান, তারকাটার প্রাচীরসহ বিভিন্ন স্থাপনা তৈরির বিষয়গুলো নিয়ে আলোচনার কথা ছিল।

Exit mobile version