Site icon Jamuna Television

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ:

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় এখলাস বিশ্বাস (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। আজ রোববার সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার কুশলি গ্রামে। তিনি ওই গ্রামের আকব্বর বিশ্বাসের ছেলে। তিনি
জেলা শহর থেকে গ্রামের বাড়ি যাবার সময় ঘটনাস্থলে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর থানার এসআই রাজু আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাইওয়ে পুলিশের কাছে লাশ বুঝে দেয়া হবে।

ইউএইচ/

Exit mobile version