Site icon Jamuna Television

জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি রেজিস্ট্রেশন করা সেই মহিবুল আটক

আটক মহিবুল ইসলাম

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি রেজিস্ট্রেশনের ঘটনায় মূলহোতা এবং জমি ক্রয়ের বিনিয়োগকারী মহিবুল ইসলামকে আটক করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত। আটক মহিবুল ইসলাম কুষ্টিয়া সদরের বড়বাজার এলাকার হাজী মোহাম্মদ আলীর ছেলে।

জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি রেজিস্ট্রেশনের ঘটনায় সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। ইনভেস্টিগেশন থ্রী-সিক্সটি ডিগ্রীর অনুসন্ধানে বের হয়ে আসে এই চক্রের বিনিয়োগকারী কুষ্টিয়া শহরের বড়বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী মহিবুল ইসলামের নাম। সংবাদ প্রচারের পর পলাতক এই প্রতারককে ধরতে মাঠে নামে পুলিশের একাধিক দল।

এর আগে জমি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ও জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশ। শহরের এন এস রোডের বাসিন্দা এম এম এ ওয়াদুদের প্রায় ১০০ কোটি টাকা মূল্যের সম্পত্তি বিক্রির চেষ্টা করে প্রতারক চক্র। এই ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ ১০/১২ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Exit mobile version