Site icon Jamuna Television

গ্রিস-সাইপ্রাস বনাম তুরস্কের চলমান সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান যুক্তরাষ্ট্রের

ভূমধ্যসাগরে তেল উত্তলনকে কেন্দ্র করে গ্রিস-সাইপ্রাস এবং তুরস্কের মধ্যে চলমান সংকট কূটনৈতিক ভাবে সমাধনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, আঞ্চলিক নিরাপত্তা এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবশ্যই শান্তিপূর্ন সমাধানের পথে হাটতে হবে।

মাইক পম্পেও বলেন, ভূমধ্যগরের প্রাকৃতিক সম্পদ নিয়ে তুরস্ক যা করছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। মনে রাখতে হবে নিজেদের সীমান্তে সব দেশই প্রাকৃকিত সম্পদ উত্তলনের অধিকার রাখে। আঞ্চলিক নিরাপত্তার জন্য নমনীয় আচরণ করতে হবে সব পক্ষকে। আশা করবো সাইপ্রাস এই সম্পদের সমবন্টন করবে গ্রিস এবং তুরস্ক সাথে।

এদিন নিরাপত্তা ইস্যুতে সাইপ্রাসে মার্কিন সেনাবাহিনীর একটি ট্রেনিং সেন্টার চালুর কথাও জানান পম্পেও। এদিকে, তুরস্ক সীমান্ত অঞ্চলে নতুন করে আরও সেনা মোতায়েনের ঘোষণা দিয়ে গ্রিস।

দেশটির প্রধানমন্ত্রী জানায়, নিজেদের সম্পদ এবং অধিকার রক্ষায় আগামী ৫ বছরের মধ্যে ১৫ হাজার অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হবে।

Exit mobile version