Site icon Jamuna Television

শিবসেনার গুন্ডারা আমাকে ধর্ষণ করবে, বিজেপি তা দেখবে? প্রশ্ন কঙ্গনার

বিতর্কিত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও ভারতের মহারাষ্ট্র রাজ্যের ক্ষমতাসীন শিবসেনা সরকারের বিরোধ যেন থামছেই না।

আর এই বিরোধে বিজেপি কঙ্গনার পক্ষ নিলে এর সমালোচনা করেন শিবসেনা নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী সঞ্জয় রাউত। এর জবাবে কঙ্গনা বলেন, ‘শিবসেনার গুন্ডারা আমায় ধর্ষণ করবে, গণপিটুনি দেবে, আর বিজেপি তা চুপ করে দেখবে?।’ খবর ভারতীয় গণমাধ্যম জি২৪ ঘণ্টা’র।

এদিকে কঙ্গনা মহারাষ্ট্রকে পাকিস্তান অধিকৃত কাশ্মিরের সাথে তুলনা করার পরও কঙ্গনার পক্ষ নেয়ায় বিজেপির সমালোচনাও করেন সঞ্জয়। তিনি বলেন, ‘এটা দুঃখজনক, যে কঙ্গনা মুম্বইয়ের সঙ্গে পাক অধিকৃত কাশ্মিরের তুলনা করেন, তাকেই মহারাষ্ট্রের প্রধান বিরোধী দল সমর্থন দিচ্ছে।’

তবে সঞ্জয় এমন কথার জবাবে কঙ্গনা টুইট করেন ‘ওয়াও! এটা দুর্ভাগ্যজনক যে, বিজেপি এমন একজনকে সুরক্ষা দিচ্ছে যে মাদক ও মাফিয়া পর্দা ফাঁস করেছে। তার পরিবর্তে বিজেপির উচিত ছিল, শিবসেনার গুন্ডারা যাতে আমার মুখ ভেঙে দেয়, ধর্ষণ করে বা প্রকাশ্যে গণপিটুনি দেয়, সেটা করতে দেওয়া। তাই না সঞ্জয়জী? একজন মহিলা যে মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তাঁকে সুরক্ষা দেওয়ার সাহস হয় কী করে ওদের?’

Exit mobile version