Site icon Jamuna Television

কেনা দামে পণ্য বিক্রিতেও জুটছে না সংসার খরচ, বেহাল দশা হকারদের (ভিডিও)

বিক্রি নেমেছে অর্ধেকে, কেনা দামে পণ্য বিক্রি করেও মিলছে না সংসার চালানোর রোজগার। আবার কখনও লাভ ছাড়াই ফিরতে হয় ফুটপাতের বিক্রেতাদের।

করোনার আগে বিক্রেতাদের হাকডাকে সরব থাকতো জিরো পয়েন্ট থেকে বঙ্গবন্ধু এভিনিউ হয়ে সদরঘাটমুখী রাস্তার পাশ। সেখানে এখন প্রতিটি ভ্যান ও ফুটপাতের দোকানে এমন শুনশান নীরবতা।

ক্রেতাদের উপস্থিতি খুব কম, তাইতো কেনা দামে পণ্য বিক্রি করেও লাভ উঠছে না। তারপরও কোনো মতো টেনে টুনে সংসার চালাতে বাধ্য হচ্ছেন বলে জানান তারা।

আঙ্গুর, আপেল ফলের বড় ক্রেতা ছিল দক্ষিণবঙ্গগামী লঞ্চের যাত্রীরা। লঞ্চ চালু হলেও আগের মতো যাত্রী নেই, তাই দুর্ভোগে ফুটপাতের ফল বিক্রেতারা। ভ্যানের ওপর প্যান্ট-শার্টসহ পোশাক বিক্রেতাদের অবস্থা ভাল নয়।

ফুটপাতের হকাররা বড় ধরনের ক্ষতির মুখে পড়লেও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি না থাকায় নেই সরকারি কোনো প্রণোদনাও পায় না তারা।

Exit mobile version