Site icon Jamuna Television

ঘাটাইলে এক মাথা, দুই মুখ বিশিষ্ট শিশুর জন্ম

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইলে এক মাথা, দুই মুখ ও চার চোখ বিশিষ্ট এক কন্যা শিশুর জন্ম দিয়েছে স্বপ্না নামে এক গৃহবধূ। উপজেলা সদরের ডিজিটাল ক্লিনিক এন্ড নার্সিং হোমে রবিবার বিকাল ৫টায় শিশুটি জন্ম গ্রহণ করে।

ক্লিনিকের ম্যানেজার ও গৃহবধূর শ্বশুর মোকছেদ আলী জানান, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাদারজানি গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী স্বপ্না বেগম। স্বপ্নার বাবার বাড়ি ভূঞাপুর উপজেলার পাঁচ তেইল্লা গ্রামে। দেড় বছর আগের তার বিয়ে হয়। রবিবার সকালে সিজারিয়ান অপরাশেন করানোর জন্য উপজেলা সদরের ডিজিটাল ক্লিনিক এন্ড নার্সিং হোমে ভর্তি করানো হয়। বিকাল ৫টায় তার অপারেশন করলে এক মাথা, দুই মুখ ও চার চোখ বিশিষ্ট এক কন্যা শিশুর জন্ম হয়। শিশুটি জন্মের এক ঘণ্টা পরই মারা যায়।

ডাঃ মোঃ ইসহাক আলী জানান, জিনগত সমস্যার কারণে এমনটা হয়েছে। ভবিষ্যতেও তার সন্তান হলে এমন সমস্যা আবারও হতে পারে।

খবর পেয়ে মুহুর্তের মধ্যে শিশুটিকে দেখতে ভিড় জমে যায় ক্লিনিকটিতে। পরে গৃহবধূর পরিবার শিশুটিকে দাফন করানোর জন্য বাড়িতে নিয়ে যায়।

Exit mobile version