Site icon Jamuna Television

পান বরজ নিয়ে দ্বন্দ্ব: ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসকসহ দুই জনের মৃত্যু

রাজশাহীর মোহনরপুরে আজিম উদ্দিন নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টায় উপজেলার কালিগঞ্জ তালেবপাড়ার একটি পান বরজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, পান বরজের ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে নিহত আজিম ও তার ছেলে রাকিব উদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে সোমবার সকালে পান বরজেই বাবা-ছেলের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাবার বুকে ছুরিকাঘাত করেন রাকিব। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে রাকিব পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।নিহত আজিম উদ্দিন উপজেলার ধুরইল কালিগঞ্জ এলাকার বাসিন্দা।

Exit mobile version