Site icon Jamuna Television

যাত্রী সেজে অটোরিকশা চালককে খুন করে রিকশা ছিনতাই, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের চাষাড়া থেকে যাত্রী বেশে অটোরিকশায় উঠে চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে ফতুল্লা বক্তাবলী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

গ্রেপ্তারকৃত তিন আসামি হলেন, জাহিদ(২৭), রবিউল(২৫) ও বোরহান(২২)।

পুলিশ জানায়, রোববার রাতে নগরীর চাষাড়া থেকে যাত্রীবেশে তিন ছিনতাইকারী ফতুল্লার বক্তাবলী যাওয়ার জন্য বেলালের অটোরিকশাটি ৯০ টাকায় ভাড়া করে। বক্তাবলী ঘাটে নেমে তিনজন চালক বেলালকে(৩০) ছুরিকাঘাত করে হত্যা করে লাশ নদীর তীরে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আসলাম হোসেন জানান, অটোরিকশা চালককে হত্যার ঘটনায় তিনজনকে ভোলাইল এলাকা থেকে অটোরিকশাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ আদালতে পাঠানো হবে।

Exit mobile version