Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত-মৃত্যুর সংখ্যা নিয়ে জনমনে বিভ্রান্তি রয়েছে: জি এম কাদের

করোনা আক্রান্ত-মৃত্যুর সংখ্যা নিয়ে জনমনে বিভ্রান্তি রয়েছে: জি এম কাদের

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে জনমনে বিভ্রান্তি রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বলেছেন, সামগ্রিকভাবে করোনা পরিস্থিতি মোকাবেলায় এক ধরণের সমন্বয়হীনতা আছে।

দুপুরে রাজধানীর বনানীতে ঢাকা মহানগর উত্তর জাপার আয়োজনে দলীয় নেতাকর্মীদের সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব বলেন তিনি। এসময় জি এম কাদের সরকারি সব হাসপাতালে কোভিড চিকিৎসা নিশ্চিতের দাবি জানান।

সরকারি হাসপাতালে চিকিৎসাসেবায় রোগিদের আগ্রহ কম বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থায় জনগণের খুব একটা আস্থা নেই। এছাড়া করোনা মহামারিতে আক্রান্ত কর্মী-সমর্থকদের পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

Exit mobile version