Site icon Jamuna Television

কয়লা নয়, নবায়নযোগ্য খাতে বিনিয়োগের পরামর্শ সিপিডির

প্রাকৃতিক সম্পদ নির্ভর জ্বালানি বাংলাদেশের জন্য টেকসই হবে না। তাই কয়লা উত্তোলন না করে সরকারকে নবায়নযোগ্য খাতে বিনিয়োগের পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সকালে জ্বালানি খাত নিয়ে ভার্চুয়াল ব্রিফিংয়ে এমন মত প্রকাশ করে সংস্থাটি।

সিপিডির মতে, এলএনজি বাংলাদেশের জন্য যৌক্তিক সমাধান না। কেননা এর আমদানি ব্যয় অনেক বেশি। তার উপর এলএনজি কয়লার মতই দূষণ বাড়ায়। তাই এ খাতে বিনিয়োগ হিতে বিপরীত হতে পারে।

অন্যদিকে, সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য খাতে একবার বিনিয়োগ করলে এটি ন্যুনতম ২০ বছর ব্যবহার করা যায়। পরিবেশবান্ধব হওয়ায় এতে বেসরকারি বিনিয়োগ আকর্ষণ করাও সহজ। তাই সরকারকে কয়লা ও এলএনজিভিত্তিক প্রকল্প পরিহারের পরামর্শ সিপিডির।

Exit mobile version