Site icon Jamuna Television

আবারও কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
নাব্যতা সংকটের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চালু হওয়ার ২ দিন পর আবারও বন্ধ হয়ে গেছে। নাব্যতা সংকট প্রকট আকার ধারন করায় ১০ দিন বন্ধ থাকার পর গত শুক্রবার বিকেলে ৩টি ফেরি ট্রায়ালে সফলভাবে পারাপার হয় । শনিবার সকাল থেকে ৪/৫ টি কেটাইপ ফেরি কোনমতে চলছিল। তবে নাব্যতা সংকটের কারণে আবারও সোমবার সকাল থেকে এরুটের ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ফেরি চলাচল অচলাবস্থার কারণে দীর্ঘদিন ধরে শত শত পণ্যবাহী ট্রাক ঘাটে আটকে থেকে চালক ও শ্রমিকরা দুর্ভোগ পোহাচ্ছেন।

বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর পদ্মা সেতুর ২৫ নং পিলারের কাছে ৩টি ফেরি আটকে গেলে নাব্যতা সংকটের ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। এরআগে ২৯ আগস্ট মূল চ্যানেল লৌহজং টার্নিং চ্যানেলসহ বিআইডব্লিউটিএর সকল খননকৃত চ্যানেল বন্ধ হয়ে গেলে পদ্মা সেতুর চায়না চ্যানেল দিয়ে সীমিত আকারে ৫ দিন ফেরি চলে। মধ্য আগস্টে বিকল্প চ্যানেলটি নাব্যতা সংকটে বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাট সহকারী ব্যবস্থাপক গোলাম মোস্তফা বলেন, স্রোতের সাথে ভেসে আসা পলিমাটি জমে নাব্যতা সংকট এখন মারাত্মক রূপ নিয়েছে। তাই চলাচলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে আপাতত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তাই সকলকে বিকল্প রুট ব্যবহার করে নিজ নিজ গন্তব্যে যেতে অনুরোধ করা হচ্ছে।

Exit mobile version