Site icon Jamuna Television

‘শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামে শান্তির সুবাতাস ছড়িয়ে দিয়েছেন’

সরকারের সমালোচনা করা বিএনপি'র চিরায়ত ঐতিহ্য: কাদের

ফাইল ছবি

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের মাধ্যমে শেখ হাসিনা শান্তির সুবাতাস ছড়িয়ে দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের সড়ক উন্নয়ন বিষয়ক সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের মাধ্যমে শেখ হাসিনা শান্তির যেই সুবাতাস ছড়িয়ে দিয়েছেন সে পথ ধরেই এগিয়ে যাচ্ছে সম্ভাবনায় পার্বত্য এলাকা।

শান্তিচুক্তির অধিকাংশ শর্ত এরইমধ্যে বাস্তবায়িত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভূমি সংক্রান্ত সমস্যা নিষ্পত্তির প্রচেষ্টা অব্যাহত আছে। চুক্তির অবশিষ্ট শর্ত বাস্তবায়নে শেখ হাসিনা সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এসময় তিনি আরও বলেন, উন্নয়নের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই। উন্নয়নের অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।

Exit mobile version