Site icon Jamuna Television

সমর্থকদের বিনামূল্যে করোনা টেস্ট করাবে বায়ার্ন মিউনিখ

আগামী সাপ্তাহে হাঙ্গেরিতে অনুষ্ঠিত হতে যাওয়া উয়েফা সুপার কাপে সেভিলার বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে সমর্থকদের জন্য বিনামূল্যে করোনা টেস্ট করানোর সুযোগ দিয়েছে জার্মান ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ।

সোমবার ক্লাবের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয়া হয়।

সেখানে বলা হয়, যে সকল সমর্থক ২১ ও ২২ সেপ্টেম্বরের জন্য টিকিট কিনেছেন তাদের থেকে তিন হাজার সমর্থকের জন্য বিনামূল্যে করোনা টেস্টের সুযোগ রাখা হয়েছে। টেস্টের পর নির্ধারিত ই-মেইলে টেস্টের রেজাল্ট জানিয়ে দেয়া হবে।

লকডাউনের পর সুপার কাপেই সর্বপ্রথম দর্শকরা মাঠে প্রবেশ করে খেলা উপভোগ করতে পারবেন। তবে তার আগে তাদের সাম্প্রতিক করোনা নেগেটিভ সার্টিফিকেট ও প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেইসাথে মেনে চলতে হবে হাঙ্গেরির করোনা প্রটোকলও।

Exit mobile version