Site icon Jamuna Television

উমর খালিদকে গ্রেফতারের প্রতিবাদ, অনলাইনে আক্রমণের শিকার বলিউড অভিনেত্রী স্বরা

দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানি দেয়ার অভিযোগে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্র সংসদ নেতা উমর খালিদকে গ্রেফতারের প্রতিবাদ করায় এবার অনলাইনে আক্রমণের শিকার হলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।

উমর খালিদের প্রতি স্বরার সমর্থন দেখে বিজেপি সমর্থকরা বলতে শুরু করেন, উমর খালিদের উপর যদি স্বরার এত ভালবাসা থাকে, তাহলে স্বরাও যেন জেলে চলে যান।

কেউ কেউ বলতে শুরু করেন, উমর খালিদকে গ্রেফতার করা হয়েছে, এবার স্বরার পালা। এসবের পাশাপাশি স্বরাকে নিয়ে প্রকাশ্যে আসতে শুরু করে বিভিন্ন মিমও।

সিএএ বিরোধী আন্দোলনের সময় দিল্লির শাহিনবাগে উস্কানিমূলক মন্তব্য করেন উমর খালিদ এমন অভিযোগে রোববার টানা এগারো ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে পুলিশ। তারপরই তার মুক্তির দাবিতে টুইটার হ্যান্ডেলে টুইট করেন স্বরা ভাস্কর।

Exit mobile version