Site icon Jamuna Television

রিয়াকে মাদক সরবরাহ করতেন সাইফ কন্যা সারা!

বলিউড অভিনেতা সুশান্তের আত্মহত্যার পরই মাদককান্ডে উঠে আসে তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর নাম। কয়েকদফা জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারও করা হয় রিয়াকে। এদিকে, রিয়ার গ্রেফতারের পরপরই এ তালিকায় উঠে আসে আরও বেশ কয়েকজন বলিউড অভিনেতা অভিনেত্রীর নাম। এবার তার সাথে জড়ালো পাতৌদি নবাব সাইফ আলি খানের কন্যা সারা আলি খানের নাম। খবর ভারতীয় গণামাধ্যম জি২৪নিউজ’র।

ভারতের মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে জিজ্ঞাসাবাদে রিয়া দাবি করেন, সাইফ কন্যা সারা নিয়মিত মাদক সেবন করেন। সেইসাথে তার রয়েছে মাদককারবারীদের সাথে যোগাযোগও। রিয়ার এমন বক্তব্যের পরই সারাকে নিয়ে নড়েচড়ে বসে দেশটির মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। এমনকি- সারাকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে বলে জানা যায়।

রিয়া জানান, রিয়া যে মাদককারবারীর কাছ থেকে মাদক সংগ্রহ করতো তার সাথে সংযোগ রয়েছে সারা আলি খানেরও। এমনকি সারার কাছ থেকেও সরাসরিও মাদক সংগ্রহ করতেন রিয়া।

ভারতীয় সংবাদসূত্র জানায়, সারার পরিচিত মাদককারবারীর কাছ থেকে মাদক সংগ্রহ করে, তা সুশান্তের জন্য নিয়ে যেতেন রিয়া।

তবে সারার বিরুদ্ধে এমন অভিযোগের ব্যাপারে এখনো মুখ খোলেনি পাতৌদি পরিবার।

Exit mobile version