Site icon Jamuna Television

২০২৪ পর্যন্ত বিশ্বের সবার জন্য যথেষ্ট সংখ্যক ভ্যাকসিনের ব্যবস্থা হবে না: সিরাম সিইও

আগামী ২০২৪ সাল পর্যন্ত বিশ্বের সবার জন্য যথেষ্ট সংখ্যক করোনা প্রতিরোধক ভ্যাকসিন উৎপাদন সম্ভব হবে না বলে জানিয়েছেন ভারতীয় ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট’র সিইও আদর পুনাওয়ালা।

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের উৎপাদনকারী বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদক প্রতিষ্ঠানের সিইও হিসেব কষে দেখান প্রতিজন মানুষের যদি দুই ডোজ করে ভ্যাকসিন প্রয়োজন হয় তাহলে প্রায় ১৫ বিলিয়ন ডোজ উৎপাদন করতে হবে। সে হিসেবে পৃথিবীর সবার জন্য পর্যাপ্ত সংখ্যক ভ্যাকসিন উৎপাদন করতে ৪-৫ বছর সময় লাগবে। খবর ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ’র।

সিরাম ইনস্টিটিউট বর্তমানে অ্যাসট্রাজেনেকা ও নোভাভ্য়াক্সসহ ৫টি আন্তর্জাতিক ওষুধ কোম্পানির সাথে চুক্তি করে ১০০ কোটি ডোজ ভ্যাকসির তৈরির লক্ষ্যে কাজ করছে।

ব্রিটিশ গণমাধ্যম দি ফিনান্সিয়াল টাইমসের বরাতে জানা যায়, অ্যাসট্রাজেনেকার চুক্তির ভিত্তিতে সিরাম প্রতি ডোজের প্রায় ৩ ডলার রেখে ভ্যাকসিন উৎপাদন করতে চায়। নোভাভ্যাক্সের সঙ্গে হওয়া চুক্তি অনুসারেও একই দাম পড়বে প্রতি ডোজ ভ্যাকসিনের।

Exit mobile version