Site icon Jamuna Television

ছেলের নাম উচ্চারণ করতে থতমত খান এলোন মাস্ক! (ভিডিও)

ছেলের নাম নাম উচ্চারণ করতে থতমত খান এলোন মাস্ক!

মার্কিন কোটিপতি এলোন মাস্ক। মে মাসে জানিয়েছিলেন তার প্রেমিকা গ্রিমস পুত্র সন্তানের জন্ম দিয়েছে। নিজের ছেলের নামও প্রকাশ করেছিলেন তিনি। আর সেই নাম নিয়েই মেতেছে নেটদুনিয়া।

স্পেসএক্স কর্নাধার নিজের ছেলের নাম রেখেছেন X AE A-12 মাস্ক। কিন্তু এই নামের উচ্চারণ কী হবে? তা নিয়ে দ্বিধায় নেটদুনিয়া। যে যে ভাবে পারছেন উচ্চারণ করছেন। নাম নিয়ে নেটদুনিয়ায় রসিকতাও হচ্ছে প্রচুর।

কেউ বলছেন, এ তো নাম নয়, পাসওয়ার্ড!

আবার কেউ বলছেন, এটা সত্যিকারের নাম না কোডনেম?

তবে এ নাম উচ্চারণ করতে গিয়ে যে দাঁত ভেঙে যাওয়ার জোগাড় হবে- সে ব্যাপারে একমত সবাই।

এলোন সম্প্রতি জার্মানিতে গিয়েছিলেন। সেখানে একটি সাক্ষাৎকারে তাকে তার ছেলের নাম জিজ্ঞাসা করা হয়। কিন্তু তা উচ্চারণ করতে গিয়ে নিজেই প্রথমে থতমত খান তিনি।

Exit mobile version